স্পোর্টস ডেস্ক:: কিলিয়ান এমবাপে করলেন দুই গোল, দুই গোলেই অবদান মেসির। আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা করলেন গোল। সেখানেও অবদান এমবাপের। দু;জনের মিলেমিশে তিন গোল, তাতেই পিএসজি জিতলো সহজেই। লিগ ওয়ানে শীর্ষ দুই দলের লড়াইয়ে পিএসজিকে জেতালেন ফরাসি তারকা এমবাপে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দুই তারকার তিন গোলে পিএসজি মার্শেইকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।
ফরাসি লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরেই মার্শেইয়ের অবস্থান। মেসি-এমবাপেদের হারাতে পারলে পয়েন্ট টেবিলের ব্যবধান কমাতে পারতো দলটি। কিন্তুু সেই সুযোগ পায়নি। উল্টো হেরেছে ৩-০ ব্যবধানে।
ফরাসি কাপে মার্শেইয়ের কাছে হারের মধুর প্রতিশোধও নিলো ফরাসি জায়ান্টরা। বল দখলের লড়াইয়ে মার্শেই এগিয়ে ছিলো। ৫৩ শতাংশ সময় বল তাদেরই নিয়ন্ত্রণে ছিলো। পাসিংয়েও এগিয়ে ছিলো দলটি। তাদের ৪৬৬ পাসের বিপরীতে পিএসজির পাস ছিলো ৪১৫। তবে তারকাদের জ্বলে উঠার দিনে লিগ ওয়ানডের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সহজ জয় তুলে নিয়েছে।
ম্যাচের ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলেই লিড নেয় পিএসজি। মিনিট চারেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকার গোলে ম্যাচের ২৯তম মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। লিড ধরে রেখেই প্রথমার্ধের পুরোটা সময় খেলে পিএসজি।
আক্রমণ ভাগের ব্যর্থতায় মার্শেই প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি। ২-০ গোলে পিছিয়ে থেকেই তাই বিরতিতে যেতে হয় তাদেরকে। দারুণ খেললেও প্রথমার্ধে গোল আদায়ে ব্যর্থ হয় দলটি।
দ্বিতীয়ার্ধে পিএসজি ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে মার্শেই। তবে মেসিদের রক্ষণ ভাগে চিড় ধরাতে পারেনি দলটি। উল্টো দ্বিতীয়ার্ধের দশম মিনিটের মাথায় জোড়া গোল পূর্ণ করেন এমবাপে। ম্যাচের ৫৫তম মিনিটে তাই পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
লিওনেল মেসি এমবাপের জোড়া গোলে সহায়তা করেন। মেসির একমাত্র গোলে এমবাপেও সহায়তা করেন। দু’জনে মিলেমিশেই আদায় করে নেন তিন গোল। তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
শিরোপা ধরে রাখার মিশনে বেশ শক্ত অবস্থানে মেসিদের দল। ২৫ ম্যাচের ১৯ ম্যাচ জিতেছে দলটি। ৩ ‘ড্র’য়ের সঙ্গে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই ২৫ ম্যাচের মধ্যে জিতেছে ১৬ ম্যাচ। ৪ ‘ড্র’য়ের সঙ্গে ৫২ পয়েন্ট তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post