এমবাপের ফেরা ও দেম্বেলের অভিষেক ম্যাচে জিততে পারল না পিএসজি

0
67

স্পোর্টস ডেস্কঃ অনেক নাটকীয়তা শেষে মূল দলের অনুশীলনে ফেরার সপ্তাহখানেকের মধ্যে পিএসজির জার্সিতে ম্যাচও খেললেন কিলিয়ান এমবাপে। আরেক  ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলেও ছিলেন তুলুজের বিপক্ষে ম্যাচটিতে। কিন্তু দলকে জয় এনে দিতে পারেন নি তারা।

লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে দ্বিতীয় ম্যাচে শনিবার তুলুজের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর এমবাপেকে ৫১ মিনিটে মাঠে নামান পিএসজি কোচ লুইস এনরিকে। লি ক্যাং-ইনের বদলি হিসেবে মাঠে নামার ১১ মিনিট পরই পেনাল্টি আদায় করে গোল করেন এমবাপে।

দেম্বেলেরও অভিষেকে হয় ৫১ মিনিটে। ফ্যাবিয়ান রুইজের বদলি হিসেবে তিনি এমবাপের সাথে মাঠে নামলে খেলার গতি বেড়ে যায় পিএসজির। ৫৮ মিনিটে বক্সে এমবাপেকে ফেলে দেন তুলুজের রাসমুস নিকোলাইসেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)) পেনাল্টির রায় দেওয়ার পর স্পটকিক থেকে গোল করেন এমবাপে। যদিও এই গোলে তারা জিততে পারে নি।

ম্যাচের শেষ দিকে এসে সমতায় ফেরে তুলুজ। সেই গোলও এসেছে পেনাল্টি থেকে। তুলুজ ফরোয়ার্ড জাকারিয়া আবুখলালকে বক্সে ফাউল করেন পিএসজি রাইটব্যাক আশরাফ হাকিমি। স্পটকিক থেকে সমতাসূচক গোলটি আবুখলালের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে টানা দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগ করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here