এমবাপে, করিম বেনজেমা-দেম্বেলেদের নিয়ে বিশ্বকাপ দল দিলেন ফ্রান্স কোচ

0
76

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের কোচ দিদিয়ে দেশমের কাছে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। অথচ মাঠে নামার আগেই দল নিয়ে নাজেহাল ফরাসি কোচ। চোটের কারণে অভিজ্ঞ একাধিক ফুটবলার দলে নেই। প্রতিটি দল যেখানে ২৬ সদস্যের দল দিচ্ছে দিদিয়ে দেশম সেখানে দল দিয়েছেন ২৫ জনের।

দীর্ঘ দিন পর ফ্রান্স দলে ফিরেছেন অলিভিয়ে জিরুদ। দলে নেই ফেরলঁদ মঁদি। চোটের কারণে নিয়মিত একাধিক ফুটবলারকেও পাননি ফ্রান্স কোচ। চোটের থাবায় ফরাসি দলে নেই পল পগবা ও এনগোলো কঁতে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলার নেই কাতার বিশ্বকাপ দলে।

কিছুটা চোট থাকলেও করিম বেনজেমাকে দলেই রেখেছেন ফ্রান্স কোচ। প্রেসনেল কিম্পেম্বে ও রাফায়েল ভার্নেলও আছেনও চোট নিয়ে বিশ্বকাপ দলে। বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণেই নাজেহাল দিদিয়ে দেশম।

২৫ সদস্যের দলে এমবাপে, উসমান দেম্বেলেরা আছেন প্রত্যাশিত ভাবেই। এবারের বিশ্বকাপে ফ্রান্সের ত্রাতা হতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা এমবাপে, করিম বেনজেমা-দেম্বেলেরা। ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া।

ফ্রান্সের বিশ্বকাপ দল:: গোলরক্ষক- স্তি মাদাদা, উগো লিস, আলফাঁস আরিওলা।

ডিফেন্ডার: ইব্রাহিম কুনাতে, লুকা এরনদেজ, ত্রিও এনদেজ, প্রেসনেলে কিম্পম্বে, উলিয়াম সালিবা, বাঁজামা পাভার্দ, রাফায়েল ভার্নেল, দায়দ উপেমেকানো, জুল কুন্দে।

মিডফিল্ডার: ইউসুফ ফোফানো, অহেলিয়া চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গেনদুজি, আদ্রিও রাবিও, জরদা ভেরেতু।

স্ট্রাইকার:: কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা, উসমান দেম্বেলে, কিংসলে কোমান, অতোয়ান গ্রিজম্যান, অলিভিয়ে জিরুদ ও ক্রিস্তোফা এনকুনকু।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here