স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগে কিলিয়ান এমবাপে, কার্লোস সোলারদের গোলে বড় জয় পেয়েছে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে স্ট্রার্সবাগকে।
এই জয়ে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা টেবিলের শীর্ষ স্থানে উঠেছে। নয় ম্যাচ খেলা দলটি জিতেছে পাঁচ ম্যাচ। তিন ‘ড্র’য়ের সঙ্গে আছে একটি হার। ১৮ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে।
স্ট্রার্সবার্গের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে খেলে এমবাপেরা। বল দখলের লড়াইয়েও একচ্ছ্ত্র আধিপত্য ছিলো পিএসজির। ৭৭ শতাংশের বেশি সময় বল নিজেদের কাছে রাখে এমবাপেরা।
ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপে। ১০ম মিনিটে স্পট কিক থেকে পিএসজিকে ১-০গোলে এগিয়ে দেন তিনি। ম্যাচের বয়স আধঘন্টা পেরুতেই কার্লোস সোলার ব্যবধান বাড়িয়ে নেন। ৩১তম মিনিটেই পিএসজি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। শুরুতে পিছিয়ে পড়া স্ট্রার্সবার্গ পিছিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পরও দাপট অব্যাহত রাখে পিএসজি। ৭৭তম মিনিটে ফার্বান লুইজ ব্যবধান ৩-০ করে ফেলেন। বড় ব্যবধানে পিছিয়ে পড়া স্ট্রার্সবার্গ আর ম্যাচে ফিরতে পারেনি। ৩-০ ব্যবধানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post