স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুম শেষে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়বেন এটা জানা ছিল। কিন্তু ক্লাব ও ব্যক্তির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। অবশেষে সে ঘোষণা দিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার। শুক্রবার (১০ মে) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এদিকে এমবাপের ঘোষণার পর মুখ খুললেন পিএসজি কোচ লুইস এনরিকে। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একজন ফুটবলার ও ব্যক্তি হিসেবে এমবাপের বিষয়ে আমি কেবল চমৎকার সব কথাই বলতে পারি। তার সিদ্ধান্তটা আমি বুঝতে পারি। সে এখানে সাত বছর ধরে আছে এবং একজন ক্লাব কিংবদন্তি হয়ে উঠেছে। সে এই ক্লাবকে সবকিছু দিয়েছে এবং ক্লাবও তাকে সবকিছুই দিয়েছে। আমি তাকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post