স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি এই ম্যাচেও নিজের মতো থাকলেন। গোল করালেন কিলিয়ান এমবাপেকে দিয়ে। ফরাসি তারকার জোড়া গোলে ফরাসি লিগে অসেরকে হারিয়েছে পিএসজি। এই জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপার আরো কাছে গেলো।
লিগ ওয়ানের ম্যাচে অসের দুই গোলে পিছিয়ে পড়ার পরও ব্যবধান কমিয়েছে। তবে শেষ দিকে আর গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে।
আলোচিত-সমালোচিত নিষিদ্ধ কাণ্ডের পর লিওনেল মেসি আগেই ফিরেছেন দলে। গোলও করেছেন। এবার অসের বিপক্ষে নিজে গোল করতে না পারলেও কিলিয়ান এমবাপেকে দিয়ে গোল করিয়েছেন। ফরাসি তারকার জোড়া গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা প্রত্যাশীরা।
এমবাপের দুই মিনিটেই ঝড়ে হেরেছে অসের। ম্যাচের শুরুতেই গতি আর আক্রমণাত্মক ফুটবল খেলে লিড নেওয়া পিএসজি পুরো ম্যাচে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। শুরুর দুর্দান্ত রূপ ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানো অসের সমতায় ফিরতে পারেনি।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই ফরাসি তারকার গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজিকে দুই মিনিটের মধ্যেই আরো বড় ব্যবধানে এগিয়ে দেন এমবাপে। ৮ম মিনিটেই লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতেই ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যে শিরোপার দৌড়ে থাকা দলটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি অসের।
বিরতির পর শুরুর ধারা ধরে রাখতে পারেনি মেসি-নেইমাররা। ম্যাচের ৫১তম মিনিটে লাসিন সিনায়োকোর গোলে ব্যবধান কমায় অসের। তবে বাকীটা সময়ে আর গোল করতে পারেনি দলটি। পিএসজিও ব্যবধান বড় করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০