এমবাপে-নেইমারবিহীন পিএসজিকে জেতালেন মেসি

0
85

স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি-আশরাফ হাকিমির গোলে লিগ ওয়ানে জিতল পিএসজি। এ জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করল চ্যাম্পিয়নরা। চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও নেইমারকে এই ম্যাচে পায়নি ফ্রেঞ্চ জায়ান্টরা। একাধিক তারকা ফুটবলারকে ছাড়া খেলতে নামা ক্রিস্তোফার গালতিয়ের দলের জয়ের নায়ক মেসি।

পিএসজির বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় তুলুজ। ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেন করেন গোল। ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি। পয়েন্ট তালিকার মাঝামাঝি জায়গায় থাকা তুলুজের বিপক্ষে পিএসজির পরের গোলটি করেন মেসি।

৫৮ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে নেওয়ার নিচু শটে গোল পেয়ে যান আর্জেন্টাইন জাদুকর মেসি। এবারের লিগে মেসির এটি ১০ম গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে মৌসুমে তাঁর ১৫তম গোল এটি। ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here