স্পোর্টস ডেস্কঃ ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে ড্র করল ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট দু’দলের এবারের লড়াই শেষ হয়েছে ১-১ গোলে। সোমবার ফরাসিদের একাদশে ছিলেন না দলের দুই বড় তারকা কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমা। হারে এবারের নেশন্স লিগ শুরু করা ক্রোয়াটরা এই প্রথম পেল পয়েন্টের দেখা।
সবশেষ ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ফ্রান্স ডাগআউটে ছিলেন না কোচ দিদিয়ের দেশম। বাবার মৃত্যুতে দল ছেড়েছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি ফেরেন দায়িত্বে। আগের ম্যাচের শুরুর একাদশের ১০টি পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ। অনেক পরিবর্তনের প্রভাব পড়ে মাঠের ফুটবলে।
গোল শূন্য প্রথমার্ধের পর উইসাম বেন ইয়েদেরের পাস থেকে ৫২ মিনিটে রাবিওঁর গোলে এগিয়ে যায় ফ্রান্স।জয়ের পথে থাকা ফরাসিদের থমকে দিয়ে ম্যাচের শেষদিকে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এক ডিফেন্ডার বক্সে ফাউল করে বসেন বদলি হয়ে নামা ক্রোয়াট ফুটবলার আন্দ্রেই ক্রামারিককে। অফসাইড ভেবে রেফারি প্রথমে পেনাল্টির দাবি নাকচ করে দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। স্পটকিক থেকে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ক্রামারিক।
‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১ করে। দুটি করে ম্যাচ খেলেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেনমার্ক। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া এবং ১ পয়েন্ট নিয়ে তিনে ফ্রান্স। সমান পয়েন্ট পেলেও ফ্রান্সের সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে চারে ক্রোয়েশিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০