স্পোর্টস ডেস্ক:: প্রথম বাংলাদেশী ক্রিকেটার ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়ে উচ্ছ্বসিত মাশরাফী বিন মোর্ত্তজা। এই অর্জন তার ক্রিকেট জীবনের বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ থেকে এর আগে এই সম্মাননা পেয়ে ছিলেন ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক সাবের হোসেন চৌধুরী। তবে বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একমাত্র মাশরাফীই পেলেন এই সম্মাননা।
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তীদের সঙ্গে এই সম্মাননা পেলেন মাশরাফী। এমসিসি এবার ১৯জনকে আজীবন সদস্য পদ দিয়ে সম্মান জানিয়েছেন। তালিকায় ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী, যুবরাজ সিং, সুরেশ রায়না, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, ইংল্যান্ডের কেভিন পিটারসনের মহো বড় তারকারা আছেন।
নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাশরাফী লিখেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনী, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মরগানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দে। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post