এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফী

0
67

স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হলো মাশরাফী বিন মোর্ত্তাজার নামের পাশে। ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বুধবার আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এমসিসি।

নারী ও পুরুষ মিলিয়ে বিভিন্ন দেশের ১৭ জন ক্রিকেটারকে দেওয়া হয়েছে এই সম্মাননা। তবে সবাই টেস্ট খেলা দেশের ক্রিকেটার। এই সম্মাননায় ভূষিত হয়েছে মহেন্দ্র সিং ধোনি, রস টেলর, যুবরাজ সিং, কেভিন পিটারসেন, মোহাম্মদ হাফিজ, মিতালি রাজের মতো ক্রিকেটাররা।

এর বাইরেও সম্মাননা পাওয়ার তালিকায় আছেন, মেরিসা আগুইলেইরা, ঝুলন গোস্বামী, জেনি গান, মোহাম্মদ হাফিজ, রাচেল হেইনস, লরা মার্শ, ইয়ন মরগান, অ্যামি স্যাটারথওয়েট, আনিয়া শ্রাবসোল, সুরেশ রায়না ও ডেল স্টেইন। এই ১৭ জন ছাড়াও, সরাসরি খেলার সঙ্গে জড়িত না, এমন দুজনকেও আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। সেই দুজন হলেন জেন পাওয়েল ও মেধা লড।

মাশরাফী বিন মোর্ত্তাজা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মাননায় ভূষিত হলেন। তবে সব মিলিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেলেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here