স্পোর্টস ডেস্কঃ ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গালফ জায়ান্টস। জেমস ভিন্সের বিধ্বংসী ইনিংসে ৪ উইকেটে এমআই এমিরেটসকে হারিয়ে ট্রফির লড়াইয়ে টিকে আছে দলটি। দুর্দান্ত ইনিংস খেলা ভিন্সের হাতে ওঠে ম্যাচ সেরার পুরষ্কার।
এমিরেটসদের দেওয়া ১৬৮ রান তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গালফ। দলটির হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক ভিন্স। ওপেনিংয়ে নেমে তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভিন্সের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১টি ছয়ের মারে । এ ছাড়া ক্রিস লিন ১৪ বলে ১টি করে চার ও ছয়ের মারে করেন ২৪ রান।
এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তুলে এমিরেটস। অধিনায়ক কাইরন পোলার্ড ফিফটি হাঁকান। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ২৬ বলে ৩ ছয়ের মারে ৩১ ও নিকোলাস পুরান ২৫ বলে ৩ ছক্কায় করেন ২৯ রান।
গালফের হয়ে ডেভিড ভিসে ও ক্রিস জর্ডান নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।
আগামী ১২ ফেব্রুয়ারি, রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইএল টি-টোয়েন্টির ফাইনালে ডেজার্ট ভাইপার্সের মুখোমুখি হবে গালফ জায়ান্টস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post