স্পোর্টস ডেস্কঃ দিন দুয়েক আগেই টেম্বা বাভুমাকে টেস্ট অধিনায়ক ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। হুট করেই ডিন এলগারকে সরিয়ে বাভুমাকে লাল বলের নেতৃত্ব দিয়ে দেওয়াটা চমকেরই ছিল। তবে এই সিদ্ধান্তটা নিয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ শুকরি কনরাড।
সিএসএর কর্তারা সরাসরিই সেই কথা বলেছেন। এবার নিজে থেকে একই কথা বললেন কোচ কনরাড। তিনি নিজেই এলগারকে এই কথা জানিয়েছেন, এই অধিনায়কের সিদ্ধান্তটা তার। তবে এলগারকে নেতৃত্বস্থানীয় ক্রিকেটার হিসেবেই গণ্য করবেন। মূলত বাভুমার ক্রিকেট আদর্শের সাথে মিল থাকায়, এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কনরাড বলেন, ‘গেল দুই বছর ডিন (এলগার) দারুণ কাজ করেছে। তার সাথে কথা বলে আমি সব কিছুই স্পষ্ট করেছি, এই সিদ্ধান্তটি আমার নেওয়া। আমার মনে হয়েছে, বাভুমার সাথে আমার রসায়ন ভালো। আর ডিন আমাদের নেতৃত্বস্থানীয় গ্রুপে বড় ভূমিকা রাখবে।’
প্রোটিয়া কোচ আরও বলেন, ‘এর মানে এই নয় যে, ডিন খারাপ অধিনায়ক বা বাভুমা ভালো নেতা। আমার মনে হয়েছে বাভুমাই আমার জন্য এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। বাভুমা এবং আমি লম্বা সময় ধরে নিজেদেরকে জানি। আমি কী চাই, সে জানে। আর সে কীভাবে রান করবে বা সিদ্ধান্ত নেবে, এই ব্যাপারেও আমি জানি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা