স্পোর্টস ডেস্কঃ সোমবার রাতে মাঠে গড়াল এবারের লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে ক্যান্ডি ফ্যালকনস ও ডাম্বুলা সিক্সার্স। পাল্লেকেলে স্টেডিয়ামে রাতের ম্যাচে রান পেয়েছে দুই দলই। তবে দাপুটে এক জয় পেয়েছে ক্যান্ডি।
বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান খেলেছেন ডাম্বুলার হয়ে। কিন্তু শুরুটা ভালো হয়নি একজনেরও। প্রথম ম্যাচেই ‘সুপার ফ্লপ’ দুজন। তাদের দল ডাম্বুলা হেরে গেছে ক্যান্ডির বিরুদ্ধে। তাদের হারেটা ছয় উইকেটের। তারা ১৭৯ রানের পুঁজি গড়ে হেরেছে ১৬ বাকি থাকতেই। মুস্তাফিজ ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল তিনটি।
দ্বিতীয়বারের মতো এলপিএলে খেলতে যাওয়া হৃদয়ের শুরুটা হলো না ভালো। ২ বল খেলে ১ রান করে বিদায় নেন ডানহাতি ব্যাটার। রিভিউ নিয়ে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন দাসুন শানাকা। এদিকে ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে গিয়ে প্রথম বলেই ক্যান্ডির মোহাম্মদ হারিসকে ফিরতি ক্যাচে আউট করেন মুস্তাফিজ। ওই ওভারে ওঠে স্রেফ ৫ রান। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে তার ওপর চড়াও হন দিনেশ চান্দিমাল। একটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। সব মিলিয়ে আসে ১৬ রান।
মুস্তাফিজের ওপর সবচেয়ে বড় ঝড়টা যায় ১৬তম ওভারে। এলপিএল এবার চালু হওয়া পাওয়ার ব্লাস্টের প্রথম ওভারে আক্রমণে ফিরে শানাকা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের তাণ্ডবের শিকার হন তিনি। এতে তিনটি ছক্কা ও একটি চার হজম করাসহ ২৩ রান দিয়ে বসেন। মুস্তাফিজের ওই ওভারের আগে ৩০ বলে ৪৭ রান লাগত ক্যান্ডির। পরে সেই সমীকরণ নেমে আসে ২৪ বলে ২৪ রানে। ক্রিজে ছন্দে থাকা দুই ব্যাটার দ্রুতই তা মিলিয়ে ফেলেন। শানাকা ১৫ বলে ৪৬ ও ম্যাথিউস ২০ বলে ৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাদের আগে এক প্রান্ত আগলে ক্যান্ডিকে টানেন ওপেনার চান্দিমাল। তিনি খেলেন ৪০ বলে ৬৫ রানের ইনিংস। ব্যাটে বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরা হন শানাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post