স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি লড়ছে গল টাইটান্স ও ডাম্বুলা আউরা। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে অলআউট হয়েছে গল। সবার আগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে জিততে হলে ডাম্বুলাকে করতে হবে ১৪৭ রান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে গল। মাত্র দ্বিতীয় বলেই ডাক মেরে ফিরে যান ওপেনার ভানুকা রাজাপাকসে। আরেক ওপেনার লিটন দাসও টিকতে পারেননি বেশি সময়। টানা দুই ম্যাচে ব্যর্থ হন এই বাংলাদেশি তারকা। এদিন মাত্র চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ২৫ ও ব্যক্তিগত ৮ রানের মাথায় আউট হন লিটন। ৭ বলের ইনিংসে মাত্র ১টি বাউন্ডারি হাঁকান।
এরপর উইকেটে আসেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। বেশ ভালোই ব্যাট করছিলেন। টপ অর্ডারে নামা লাসিথ ক্রুসপুল্লেকে সাথে নিয়ে টাইটান্সদের ইনিংস মেরামতের কাজে নামেন। দুজনে মিলে ৫১ রানের একটি জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন। তবে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। টাইগার সুপারস্টার ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৯ রান করে দুর্ভাগ্যজনকভাবে একেবারে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হতেই ভাঙে জুটি। অবশ্য এটিই দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
দলের সর্বোচ্চ রান আসে ক্রুসপুল্লের ব্যাট থেকে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ৬১ বলের ইনিংসটি সাজানো ৭ বাউন্ডারির মারে। ইনিংসের একেবারে শেষ ওভারে গিয়ে আউট হন এই ডানহাতি ব্যাটার।
ডাম্বুলার হয়ে হেইডেন কের ৩টি উইকেট শিকার করেন একাই। নূর আহমেদ লাভ করেন ২টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা