এলপিএলে জাফনার হয়ে মাঠ মাতাবেন আফিফ

0
107

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এখন নেই। জাতীয় দল ব্যস্ত ভারতের বিপক্ষে টেস্ট নিয়ে। এমন ফাঁকা সময় পেয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) খেলবেন বাংলাদেশি ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

বাঁহাতি এই তারকাকে বদলি হিসেবে দলে নিয়েছে জাফনা কিংস। টম কোহলের কাডমোরের বদলি হিসেবে এলপিএলের বাকি ম্যাচগুলোর জন্য নেওয়া হয়েছে আফিফকে।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফের। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতই পারফর্ম করেন তিনি। সাদা বলের ক্রিকেটে এখন দেশসেরা ব্যাটারদের একজন আফিফ।

টি-টোয়েন্টি অভিষেকেই সবচেয়ে কম বয়সী পাঁচ উইকেট পাওয়া ক্রিকেটার আফিফ। ২০১৬ সালের বিপিএলে ১৭ বছর ৭২দিন বয়সে ২১ রান দিয়ে রাজশাহী কিংসের হয়ে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৫ উইকেট নেন তিনি।

এলপিএল খেলতে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছেছেন আফিফি। নিজেদের পরবর্তী ম্যাচে ১৮ ডিসেম্বর গল গ্ল্যাডিয়েটরসের মুখোমুখি হবে জাফানা কিংস। সেই ম্যাচ থেকে দলটির হয়ে মাঠে নামবেন আফিফ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here