স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে ডাম্বুলা সিক্সার্সে খেলবেন তাওহীদ হৃদয়। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ডাম্বুলা সিক্সার্স। দলটিতে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানও।
হৃদয়ের সঙ্গে সরাসরি চুক্তি করলেও অনেক আগেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা। নিলামেরও আগে আইকন খেলোয়াড় হিসেবে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স।
এবারের এলপিএলে তারকাসমৃদ্ধ দল গড়ছে ডাম্বুলা। মুস্তাফিজ ও হৃদয় ছাড়াও আফগানিস্তানের মোহাম্মদ নবি, ইবরাহিম জাদরান, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমানেরও ডাম্বুলার হয়ে খেলার কথা। এদিকে এর আগেও এলপিএল খেলার অভিজ্ঞতা আছে হৃদয়ের। জাফনা কিংসের হয়ে গত বছর মাঠ মাতিয়েছেন তিনি।
ডাম্বুলা সিক্সার্স স্কোয়াড: কুশল পেরেরা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ানিন্দু ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রমেশ সিলভা, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, রিজা হেনড্রিক্স, মার্ক চ্যাপম্যান, সাচিতা জয়াতিলাক, তাওহিদ হৃদয়, নিমেশ ভিমুখতি, মোহাম্মদ নবি, আসাঙ্কা মনোজ ও চামিন্দু বিক্রমাসিংহে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post