স্পোর্টস ডেস্ক:: লঙ্কা প্রিমিয়ার লিগে বল হাতে একা লড়াই করে দলের হার এড়াতে পারলেন না বাংলাদেশের তারকা পেসার শরিফুল। তার দল ক্যান্ডি ফ্যালকনসকে ৬ উইকেটে হারিয়েছে গল মার্ভেলাস।
ডাম্বুলায় আগে ব্যট করা শরিফুলের দল ক্যান্ড ফ্যালকনস ১৭৫ রান করেও জিততে পারেনি। মাত্র চার উইকেট হারিয়ে এই রান টপকে গেছে গল মার্ভেলাস। শরিফুল একাই লড়াই করেছেন, দলের সেরা বোলার হয়ে দু’টি উইকেট শিকার করেছেন।
টস হেরে ব্যাট করতে নামা ক্যান্ডি আন্দ্রে ফ্লেচার ও ওয়ানিন্দু হাসরাঙ্গার ব্যাটে চড়ে ৭ উইকেটে ১৭৫ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩২ বলের ইনিংস সাত চার ও তিন ছক্কায় সাজিয়েছেন তিনি। চার চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৫০ রান করেছেন আন্দ্রে ফ্লেচার। এছাড়াও ২৫ রান করেছেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ।
গল মার্ভেলাসের হয়ে উসুরু উদানা ৩টি ও জহুর খান ২টি উইকেট লাভ করেন।
১৭৬ রানের টার্গেটে খেলতে নামা গল মার্ভেলাস টিম সেইফার্টের ঝড়ো ব্যাটে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। ক্যান্ডির হয়ে বল হাতে একা লড়াই করেন শরিফুল। তবে ব্যাট হাতে তার প্রচেষ্টা বৃথা করে দেন সেইফার্ট। এগারো চার ও দুই ছক্কায় ৪৯ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এছাড়া তিন ছক্কা ও চার চারে ১৯ বলে ৩৮ রান করেন অ্যালেক্স হেলস। ১৬ রান করেন রাজাপাকসে।
ক্যান্ডির হয়ে শরিফুল সর্বোচ্চ ২টি উইকেট নেন ৪ ওভারে ৩২ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post