স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কা গেলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের এই পেসারকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এর আগে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে শরিফুলের খেলার বিষয়টি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পেয়ে শনিবার লঙ্কা দ্বীপের দেশে পাড়ি জমান শরিফুল। এদিন দুপুরের দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে এই বাঁহাতি পেসারকে নিয়ে ছেড়ে যায় বিমান।
শরিফুলকে মূলত কলম্বো দলে ভিড়িয়েছে ওয়াহাব রিয়াজের পরিবর্তে। পাকিস্তানের এই বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডারকে শুরুতে দলে নিয়েছিল কলম্বো। তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শেষ পর্যন্ত খেলছেন না রিয়াজ। এজন্যই নতুন ক্রিকেটারের খুঁজে ছিল দলটি। বিকল্প হিসেবে বাংলাদেশের শরিফুলকেই বেঁছে নিয়েছে।
আগামী এশিয়া কাপের আগে টাইগারদের আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু করবে বিসিবি। তবে সেখানে থাকছেন না শরিফুল, সেটি এখন এক প্রকার নিশ্চিত। কেননা লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হবে আগামী ৩০ জুলাই। শেষ হবে ২০ আগস্ট।
রোববার থেকে শুরু হওয়া এলপিএলে শুধুমাত্র শরিফুলই খেলছেন না। আরও তিন বাংলাদেশি টুর্নামেন্টটিতে খেলবেন। তারা হলেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন ও তাওহীদ হৃদয়। এর মধ্যে মিঠুন ও হৃদয় ইতিমধ্যেই বিসিবি থেকে ছাড়পত্র নিয়ে দেশ ছেড়েছেন। অপরদিকে সাকিব ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টি খেলতে। সেখানে খেলেই তিনি এলপিএল খেলতে যাবেন।
শেষ মূহুর্তে এসে দল পেয়েছিলেন তাসকিন আহমেদও। তবে ডাম্বুলা অউরার সেই প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন তাসকিন। মূলত বিসিবি থেকে এনওসি পাননি এই টাইগার পেসার। ইতিমধ্যে জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন তাসকিন। তাই এই পেসারের ওয়ার্ক লোড মাথায় রেখেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। কেননা সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে। সেখানে ফিট তাসকিনকে চায় বিসিবি। এলপিএলে না খেলার জন্য তাসকিনকে ক্ষতিপূরণও দেবে বোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post