স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান এবার এলাকায় ঈদ উদযাপন করছেন। ঈদুল ফিতর উদযাপনের জন্য তিনি ইতিমধ্যে মাগুরায় তার নিজ বাড়ীতে চলে গেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের রবিন রাউন্ড লিগ শেষে সাকিব মুম্বাইয়ে যান শ্যুটিংয়ে। বিজ্ঞাপনের কাজ শেষ করে বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি।
ঢাকা থেকে বিমান যোগে যশোর হয়ে মাগুরায় চলে যান সাকিব। ঈদের আগে পেয়েছেন অবসর সময়। সেই সময়টা দারুণ ভাবে উপভোগ করছেন তিনি। নিজের এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন মোটরসাইকেলে। ছোট বেলার বন্ধুদের সঙ্গে জমিয়ে দিচ্ছেন আড্ডা।
সাকিবের একজন বন্ধু একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাকিব আল হাসান ঈদের ঘুরাঘুরি করছেন মোটরসাইকেলে। সেই বন্ধুর আম বাগানে গিয়ে ছবিও তুলেছেন মোটরসাইকেলে বসে। ঈদের ছুটিতে বিশ্বসেরা তারকাকে কাছে পেয়ে দারুণ খুশি তার বন্ধুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভালোলাগা জানাচ্ছেন তারা।
সাকিব দেশে থাকলেও তার স্ত্রী ও সন্তারান বিদেশেই আছে। তারা সেখানেই ঈদ উদযাপন করছেন। ঈদের পরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সাকিবের তাই শীঘ্রই স্ত্রী-সন্তানদের কাছে যাওয়া হবে না।
বাংলাদেশের এই অলরাউন্ডার আগেই সিদ্ধান্ত নিয়েছেন, নিজের বাড়িতে মাগুরায় বাবা-মায়ের সাথে ঈদ উদযাপন করবেন। ঈদের পরদিনই ঢাকায় ফিরবেন। এরপর দলের সাথে সিলেটে ক্যাম্পে যাবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০