নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। হ্যাভিয়ের কাবরেরার দলে সুযোগ পেয়েছেন নতুন দুই মুখ। এছাড়াও দলে জায়গা পেয়েছেন নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হয়ে যাওয়া এলিটা কিংসলে।
মার্চে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নাইজেরিয়ান এলিটার। সিশেলসের বিপক্ষে খেললেও সুবিধা করতে পারেননি তিনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অবশ্য আস্থা রাখছেন এই ফুটবলারের উপর।
শনিবার ন্যাশনাল টিমস কমিটির বৈঠক শেষে দল ঘোষণা করেন কোচ। দলে নতুন মুখ মাত্র দুই জন। ফর্টিস এফসির স্ট্রাইকার রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন প্রথমবার সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
ভারতের ব্যাঙ্গালুরুতে আগামি ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দল ভারতে যাওয়ার আগে কম্বোডিয়ায় গিয়ে ফিফা উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর সেকাণ থেকেই যাবে ভারতে।
প্রীতি ম্যাচ ও সাফের জন্য জাতীয় দল ঢাকায় ক্যাম্প শুরু করবে ৪ জুন থেকে। দশ দিনের ক্যাম্প শেষে ১৫ জুন কম্বোডিয়ায় যাবে জামাল ভুঁইয়ারা। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে আমের খানকে।
বাংলাদেশ দল:: জামল ভুঁইয়া, আনিসুর রহসান জিকো, তপু বর্মন, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, মাশুক মিয়া জনি, সাদউদ্দিন, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, শহিদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, , মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মেহেদী হাসান, আবু সাইদ, এলিটা কিংসলে, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মেহেদী হাসান, মুরাদ হাসান, শাহরিয়ার ইমন, মিতুল মার্মা, রহমত মিয়া, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, রবিউল হাসান, ইসা ফয়সাল, মেহেদী হাসান শ্রাবণ ও আমিনুর রহমান সজীব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০