নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের ম্যাচ শুরু আজ। মিরপুরে রোববার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। অর্থাৎ ব্যাটিংয়ে নামবে সাকিবের বরিশাল।
এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের ফাইনালের খেলার আশা বেঁচে থাকবে। প্রথম কোয়ালিফাইয়ারের হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটরের বিজয়ী দল। প্রথম কোয়ালিফাইয়ারে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে এলিমিনেটরে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। টুর্নামেন্টে টিক থাকতে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই বরিশাল ও রংপুরের। হারকে সঙ্গী করেই এলিমিনেটরে খেলতে নেমেছে দু’দল।
বরিশাল একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকশে, আন্দ্রে ফ্লেচার।
রংপুর একাদশ- নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাইম শেখ, রনি তালুকদার, শামিম পাটোয়ারি, রকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, নিকোলাস পুরান, দাসুন শানাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post