স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের পরবর্তী লড়াই কোপা দেল রেতে। প্রতিযোগিতার দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল স্পেনের সফলতম ক্লাবটি। কোপা দেল রের প্রথম লেগের পর লা লিগায়ও তারা হেরে বার্সার বিপক্ষে। আজ (বুধবার) আবার দু’দল মুখোমুখি হবে কোপার ফাইনালে যাওয়ার লড়াইয়ে।
গত ফেব্রুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-১ গোলে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। এরপর কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জেতে জাভি হার্নান্দেজের দল। জয়ের ধারা বজায় রেখে সবশেষ লা লিগায়ও ২-১ গোলের জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। তবে টানা তিন ক্লাসিকোতে হারের পর এবার জয়ের ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ।
আনচেলত্তি বলেন, ‘কোচদের মধ্যে মুখোমুখি লড়াই থেকে একটি সিদ্ধান্তে আসা খুব কঠিন। এবার আমাদের জয়ের পালা। আমরা ছোট ছোট বিষয় দিয়ে তাদের চমকে দিতে পারি। এক বছর ধরে কাজ করার পর ফর্মেশনে পরিবর্তন আনা কঠিন। এটা যুক্তিসঙ্গত নয়; এর মাধ্যমে আমরা কেবল নিজেরাই চমকে যেতে পারি।’
এদিকে মাদ্রিদকে ফের হারিয়ে কোপা দেল রের ফাইনালে যাওয়ার প্রত্যয় বার্সেলোনা কোচ জাভির। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সাবেক এই মিডফিল্ডার। জাভি জানান আপাতত তাদের সব মনোযোগ কেবল আসছে ক্লাসিকোর দিকে। তিনি বলেন, ‘আমরা কাপ ম্যাচে মনোযোগ দিচ্ছি, ম্যাচটা ক্লাসিকো, তারা (রিয়াল) প্রতিশোধ নিতে আসবে এবং আমরা দেখাতে চাই যে, আবার জিততে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post