এল ক্লাসিকোতে রিয়ালকে বিধ্বস্ত করল বার্সেলোনা

0
116

স্পোর্টস ডেস্কঃ প্রাক মৌসুম এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ। গত রাতে যুক্তরাষ্ট্রে তারা হেরেছে ৩-০ গোলে। যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে এই লড়াইয়ে দুই দলই মাঠে নেমেছিল শক্তিশালী একাদশ নিয়ে। ৪-৩-৩ ফরমেশনে রিয়াল আক্রমণভাগে খেলিয়েছে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহামের মতো তারকাদের।

অন্যদিকে বার্সা রবার্ত লেভানডফস্কি, উসমান দেম্বেলে এবং পেদ্রিদের সঙ্গে রেখেছিল ম্যান সিটি থেকে আসা ইলকায় গুন্দোয়ানকেও। তবে খানিকটা তরুণদের সমন্বয়ে গড়া একাদশ নিয়ে পরীক্ষা চালিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু তাঁর দলের ফুটবলাররা বার্সার জালে কোনো গোল করতে পারেন নি। স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের ১৫ মিনিটেই প্রথম লিড পায় বার্সেলোনা। পেদ্রি ফ্রি-কিক থেকে ওসমান ডেম্বেলের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান। স্প্যানিশ মিডফিল্ডারের দেওয়া পাস থেকে দুরূহ কোণ থেকে গোল করেন ডেম্বেলে। এর মিনিট পাঁচেক পরেই গোল শোধ করার সুযোগ পায় রিয়ালও। ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনি স্পট-কিকে ব্যর্থ হয়েছেন।

বার্সার হয়ে ২০ বছর বয়সী মিডফিল্ডার ফেরমিন লোপেজ লিড দ্বিগুণ করেন। সতীর্থের পাস থেকে ডি বক্সের বাহির থেকে তাঁর বাঁ-পায়ের বুলেট গতির শট রিয়ালের জাল কাঁপায়। গোলরক্ষক থিবো কোর্তোয়া বলে হাত ছোঁয়াতে পারেন নি। রিয়ালের রক্ষণের ভুলে ৮৫ মিনিটে ফেরান তোরেস ব্যবধান বাড়িয়ে নেন। আগুয়ান গোলরক্ষক কোর্তোয়ার মাথার ওপর দিয়ে বল উঠিয়ে দিয়ে আবার এগিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে এই স্প্যানিশ ফরোয়ার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here