স্পোর্টস ডেস্কঃ জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে গেতাফের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের জয়টা এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের গোলে। এতে গত সপ্তাহে বার্সেলোনার কাছে লা লিগার শীর্ষস্থান হারানোর পর এই সপ্তাহে আবারো শীর্ষস্থানে উঠে এসেছে রিয়াল।
গেতাফের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের কর্নারে হেডে গোলটি করেন মিলিতাও। বাকি সময় আর সেই গোল শোধ দিতে পারে নি স্বাগতিকরা। প্রথমার্ধে আরও কয়েকটি ভালো সুযোগ পায় রিয়ালও।
এই জয়ে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়েছে জাভির দল। আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেল্টা ভিগো।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি লেগে শাখতার দোনেৎস্কের মাঠে খেলতে যাবে আনচেলত্তির দল। এরপর তাদের লড়াই এল ক্লাসিকোতে। মৌসুমের প্রথম এল ক্লাসিকো মাঠে গড়াবে আগামী রোববার। বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় শুরু হবে জমজমাট এই লড়াই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০