এল ক্লাসিকোয় জেরার্ড পিকেকে ‘শাকিরা শাকিরা’ বলে দুয়ো সমর্থকদের

0
23

স্পোর্টস ডেস্কঃ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে পরিচয় হয় জেরার্ড পিকে ও সঙ্গীতশিল্পী শাকিরার। তখন থেকেই একত্রে ছিলেন তারা। এ জুটির মিলান ও সাশা নামে দুটি সন্তানও রয়েছে। তবে গত জুনে তাদের বিচ্ছেদ হয়।

২০১২ সালে নিজের ইন্সটাগ্রামে শাকিরা তার ভক্তদের তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এবং বলেন, তার ছেলের বাবা পিকে। ছেলে মিলানের জন্মের দুই বছর পর শাকিরা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। ২০১৫ সালে জন্ম হয় সাশার।

পিকে-শাকিরা জুটি আগেই জানিয়েছিলেন, তাদের বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পিকের পরকীয়ার কারণে বিচ্ছেদ হয় তাদের। তবে চলতি সপ্তাহে একাধিক স্প্যানিশ গণমাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, সন্তানের কারণে সম্প্রতি একত্রে ছুটি কাটিয়েছেন পিকে ও শাকিরা।

বর্তমানে বার্সেলোনার প্রাক-মৌসুম অনুশীলনে যুক্তরাষ্ট্রে রয়েছেন পিকে। রোববার ম্যাচও খেলেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। লাস ভেগাসে এল ক্লাসিকোয় ১-০ গোলে জিতেছে বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে এরিক গার্সিয়ার পরিবর্তে মাঠে নামেন। যখন প্রথম বল পান এ ডিফেন্ডার, তখনই সমর্থকরা গেয়ে ওঠেন ‘শাকিরা, শাকিরা’ বলে। তবে সমর্থকরা দুয়ো দিলেও বিষয়টিতে কোনো মনোযোগ দেননি পিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here