এল ক্লাসিকো ভাবনায় বিশ্রামে ছিলেন বুস্কেটস-বালদে

0
61

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই বড় জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় শনিবার রাতে এলচেকে উড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ত লেভানডফস্কি। বার্সা এ জয়ে রিয়াল মাদ্রিদ থেকে ১৫ পয়েন্টে এগিয়ে গেল। এ ম্যাচের আগেই রিয়াল থেকে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা অনেকটাই নিশ্চিত করে রেখেছে কাতালান ক্লাবটি। এবার সেই ব্যবধানটা ১৫ পয়েন্টে নিয়ে গেল তারা।

বার্সার পরবর্তী ম্যাচ আগামী বুধবার, কোপা দেল রের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল স্পেনের সফলতম ক্লাবটি। কোপা দেল রের প্রথম লেগের পর লা লিগায়ও রিয়ালকে হারায় বার্সা। আগামী বুধবার আবার দু’দল মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য গতরাতে কাতালানরা খেলায় নি সার্জিও বুস্কেটস-অ্যালেক্স বালদেকে।

এলচের বিপক্ষে কেন খেলেন নি বুস্কেটসরা? বার্সার এরিক গার্সিয়া বলেন, ‘আমাদের দলের প্রতিটি সদস্যাই গুরুত্বপূর্ণ। বুধবার আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। সে কারণেই আজকের ম্যাচে কয়েকজনকে বিশ্রামে রেখেছিলেন কোচ জাভি। আমরা আরেকবার রিয়াল মাদ্রিদকে হারাতে চাই।’

লিগে এখন ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। বার্সা শিরোপা জয়ের পথে থাকায় খুশি জাভি। তিনি বলেন, ‘তারা (খেলোয়াড়রা) শীর্ষ মানের পারফরম্যান্স দেখিয়েছে। লা লিগা জয়ের দিকে আমরা আরও একটি পদক্ষেপ নিয়েছি, আমরা এখন শিরোপার আরও কাছাকাছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here