স্পোর্টস ডেস্কঃ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আলো ছড়াচ্ছেন ইমরানুর রহমান। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই আসরে ১০০ মিটার স্প্রিন্টের সেমি ফাইনালে উঠেছেন ইমরান। ১৪ জুলাই, শুক্রবার খেলতে নামবেন সেমি ফাইনাল।
দেশটির রাজধানী ব্যাংককের জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে এক নম্বর হিটে দ্বিতীয় হন ইমরানুর। ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সব মিলিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন বাংলাদেশের দ্রুততম মানব। আর এতেই নিশ্চিত করেছেন সেমি ফাইনালে খেলা।
তবে এই ট্র্যাকে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং স্পর্শ করতে পারেননি। এর আগে বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে মাত্র ১০.২২ সেকেন্ড সময় নিয়ে নিজের ব্যক্তিগত সেরা টাইমিং করেছিলেন ইমরানুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post