স্পোর্টস ডেস্কঃ চীনের হাংজুতে শুরু হচ্ছে ১৯তম এশিয়ান গেমস। পুরুষ ফুটবলে বাংলাদেশের গ্রুপে আছে চীন, মিয়ানমার ও ভারত। ফুটবল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রথম দিনই বাংলাদেশ মাঠে নামবে মিয়ানমারের বিপক্ষে। আসন্ন টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করা হয়েছে আজ।
এশিয়ান গেমসের বাংলাদেশ দলে ডাক পাওয়া খেলোয়াড়েরা আজ বাফুফে ভবনে ম্যানেজার বিজন বড়ুয়ার কাছে রিপোর্ট করেছেন। কোচ হাভিয়ের কাবরেরা ২২ জনের দল ঘোষণা করেছেন, তাতে ২৩-এর বেশি বয়সী খেলোয়াড় দুজন—সুমন রেজা ও মুরাদ হাসান। এদিকে দলে আছেন জাতীয় দলে খেলা রহমত মিয়া-ইসা ফয়সালরা।
এশিয়াডের জন্য ২২ সদস্যের বাংলাদেশ দল-
গোলরক্ষকঃ পাপ্পু হোসেন, মিতুল মারমা ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডারঃ রহমত মিয়া, মুরাদ হাসান, শাহীন আহমেদ, জাহিদ হোসেন, মো. তানভীর হোসেন, ইসা ফয়সাল ও মো. শাকিল আহমেদ।
মিডফিল্ডারঃ মো. হৃদয়, আবু শাহেদ, মজিবর রহমান জনি, পাপন সিংহ, জায়েদ আহমেদ, শহীদুল ইসলাম ও রবিউল হাসান।
ফরোয়ার্ডঃ পিয়াস আহমেদ নোভ, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, জাফর ইকবাল ও রফিকুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post