এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে হতাশ হয়েছিলেন ধাওয়ান

0
65

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের আগ মূহুর্তে হবে এশিয়ান গেমস। আর সেখানে থাকছে ক্রিকেটও। ভারত সেই এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে গেল ১৫ জুলাই। বিশ্বকাপ থাকায়  প্রধান ক্রিকেটারদের ছাড়াই আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই দল দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এশিয়ান গেমসের দলে রাখা হয়নি শিখর ধাওয়ানকে। সাম্প্রতিক সময়গুলোতে মূল দলের কাউকে ছাড়া দল দিলে, ধাওয়ানকে অধিনায়ক করা হতো। তবে এশিয়ান গেমসে ধাওয়ানকে নেতৃত্ব দেওয়া দূরের কথা, দলেই রাখা হয়নি।

এই সিদ্ধান্তে শুরুতে বেশ হতাশ হয়েছেন শিখর ধাওয়ান। তবে পরবর্তীতে বুঝেছেন, নির্বাচকদের ভিন্ন পরিকল্পনা থাকতে পারে। এছাড়া তরুণদের দল দেওয়ায়, নেতৃত্বে ঋতুরাজ গায়কোয়াড় থাকায় খুশি হয়েছে। তরুণ দলকে শুভ কামনাও জানিয়েছেন এই বাঁহাতি তারকা।

ধাওয়ান বলেন, ‘আমার নাম যখন সেখানে ছিল না, তখন আমি কিছুটা হতাশ হয়েছি। এরপর আমি বুঝতে পারি, তাদের হয়তো ভিন্ন কোনো পরিকল্পনা আছে। আপনাকে এটা মেনে নিতেই হবে। খুশি হয়েছি যে ঋতু (গায়কোয়াড়) দলটির অধিনায়ক। সব তরুণ খেলোয়াড় সেখানে খেলবে। আমি নিশ্চিত তারা ভালো করবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here