নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চীনে অনুষ্ঠিতব্য এবারের আসরে নিগার সুলতানা থাকছেন নেতৃত্বে। দলে রয়েছেন দেশের ইতিহাসে দুই ফরম্যাটের একমাত্র সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি। আছেন বিস্ময় জাগানিয়া পেসার মারুফা আক্তারও।
সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে দলে ফিরেছিলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। তবে এবার বাদ পড়লেন তিনি। এই অফ স্পিনিং অলরাউন্ডারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমেরও। নেই আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদও।
সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজের দলে থাকা মুর্শিদা খাতুনকেও রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এদিকে দলে জায়গা ধরে রেখেছেন সাথী রাণি-শামীমা সুলতানারা। সবশেষ ভারত সিরিজ ১-১ ড্র করা দলের প্রায় সবাই-ই আছেন এশিয়ান গেমসে। আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। ২২ সেপ্টেম্বর সে ম্যাচ বাংলাদেশের।
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল-
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রাণি, ফারজানা হক, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস। স্ট্যান্ডবাই- সালমা খাতুন, মুর্শিদা খাতুন ও আশরাফি ইয়াসনিম।
Discussion about this post