এশিয়ান গেমসের দল দিল বাফুফে, ফিরলেন শামসুন্নাহার

0
82

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ান গেমসের জন্য নারী ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২২ সদস্যের দলে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র। তবে সবশেষ নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দল থেকে বাদ পড়েছেন সোহাগী কিসকু ও আকলিমা খাতুন।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজে খেলা হয়নি শামসুন্নাহারের। অসুস্থ ছিলেন তিনি। তবে এশিয়ান গেমস দিয়ে আবারও দলে ফিরেছেন। দলের বাকি সবাই চেনা মুখই। বেশ কয়েকজন আচমকা অবসর নেওয়ায় ও ক্যাম্প ছেড়ে যাওয়ায়, স্বাভাবিকভাবেই দলে নেই তারা।

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে এশিয়ান গেমস। চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। আসরে ১৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। যারই একটি হলো ফুটবল।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল
রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, মার্জিয়া, স্বপ্না রানী, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, শাহেদা আক্তার রিপা, সুরমা জান্নাত, সুমাইয়া মাতসুশিমা ও মারিয়া মান্দা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here