স্পোর্টস ডেস্ক:: প্রথমবার এশিয়ান গেমস ক্রিকেটে খেলতে গিয়েই স্বর্ণ জিতলো ভারতীয় নারী দল। গেমসের ক্রিকেট ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়েছে ভারত।
আগে ব্যাট করা ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা লঙ্কান মেয়েরা ৮ উইকেটে মাত্র ৯৭ রান তুলতে সমর্থ হয়।
১১৮ রানের টার্গেটে খেলতে নামা লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন হাসিনি পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিলআকাশি ডি সিলভা। ১৯ রান আসে ওশাদি রানাসিংয়ের ব্যাট থেকে। ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রানে থামে দলটি।
ভারতের হয়ে তিতাস সাধু ৩টি উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নামা ভারত স্মৃতি ও জেমিয়ার ব্যাটে চড়ে ৭ উইকেটে ১১৬ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন স্মৃতি মান্দানা। ৪২ রানকরে জেমিয়া। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
লঙ্কান মেয়েদের হয়ে চামিরা আথাপাত্তু ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০