এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে কঠিন গ্রুপে বাংলাদেশ

0
98

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসের ফুটবলে ছেলেদের বিভাগে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তুলনামূলকভাবে মেয়েরা সহজ গ্রুপ পেয়েছে। উভয় বিভাগের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর আসর শুরু হবে এশিয়ান গেমসের। যা ৮ অক্টোবর পর্দা নামবে।

ছেলেদের বিভাগে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ স্বাগতিক চীন, ভারত ও মিয়ানমার। সব মিলিয়ে ২৩টি দল অংশ নেবে আসরে। এর মধ্যে শুধুমাত্র ‘ডি’ গ্রুপে তিনটি দল। বাকি পাঁচটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। ছয় গ্রুপের মধ্য থেকে গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থানে থাকা সেরা চার দল উঠবে শেষ ষোলোতে।

এদিকে মেয়েদের বিভাগে ‘ডি’ গ্রুপে পড়েছে সাবিনারা। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। সব মিলিয়ে মেয়েদের বিভাগে ১৭টি দল খেলবে। এর মধ্যে দুটি গ্রুপে খেলবে ৪টি করে দল আর বাকি তিন গ্রুপে ৩টি করে দল খেলবে। পাঁচ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিন রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনালে।

এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল খেলবে। যদিও এর বাইরে বয়সের বিবেচনায় নির্দিষ্ট সংখ্যক ২৩ বছরের বেশি বয়সের ফুটবলার নেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here