এশিয়ান গেমস ক্রিকেটে ভারত দল পাঠাবে না

0
64

স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান গেমস ক্রিকেটে দল পাঠাবে না। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) আগামি ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হাংঝাউতে চলবে এশিয়ান গেমস।

করোনাভাইরাসের কারণে গত বছর এশিয়ান গেমস আয়োজন করতে পারেনি ওসিএ। তবে আগামি সেপ্টেম্বরে আরো বড়পরিসরে এবারের গেমস আয়োজন করতে চায় সংস্থাটি। এবার ৪৪ দেশ অংশ নেবে এশিয়ান গেমসে।

আসর শুরুর কয়েক মাস আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা দল পাঠাবে না। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আগে জানিয়ে ছিলো পুরুষ ও নারী দুই দলকেই পাঠাবে তারা। তবে এবার জানালো কোনো দলই পাঠাবে না।

ভারতের শিয়ান গেমসের চীফ দ্য মিশন ভুেন্ডার বাজওয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেট বাদে সবগুলো ইভেন্টে আমরা অংশ গ্রহণ করছি। ক্রিকেটে কোনো দল না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এশিয়ান গেমস চলাকালে ক্রিকেটের অন্য ইভেন্ট আছে। যার কারণে ক্রিকেট দল পাঠানো যাবে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here