এশিয়ার সেরা বাংলাদেশের বিএসপিএ

0
70

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এশিয়ার সেরা সংগঠনের স্বীকৃতি পেয়েছে। বিশ্ব ক্রীড়া সাংবাদিকদের সংগঠন এআইপিএস এশিয়া শাখা বাংলাদেশ শাখাকে এশিয়ার সেরা শাখা হিসেবে নির্বাচিত করেছে।

২০২২ সালের কার্যক্রম বিবেচনায় নিয়ে এই পুরস্কার দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্টিত এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হয় বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সমাদক সামন হোসেনের হাতে।

এআইপিএসের এশিয়া অঞ্চলের সভাপতি হি দন জং পুরস্কারটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এআইপিএস সভাপতি জিয়ান্নি মারলো। এশিয়ার ৩০টি দেশের সাংবাদিকদের সংগঠনকে পেছনে ফেলে সেরা হয়েছে বাংলাদেশ বিএসপিএ। দ্বিতীয় সেরা হয়েছে নেপালের সাংবাদিকদের সংগঠন নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম।

২০২২ কাতার বিশ্বকাপ সুষ্টু ভাবে আয়োজন করায় কাতারের স্পোর্টস প্রেস ইউনিয়নকে দেওয়া হয়েছে সেরা ইভেন্ট আয়োজকের পুরস্কার। বিএসপিএ নিয়মিত নানা আয়োজন করে থাকে। গত বছর ৬০ বছর পূর্তির জমকালো আয়োজন করেছে। বাংলাদেশের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here