এশিয়ার সেরা হওয়া ভারত বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার- শোয়েব

0
23

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের রেকর্ড শিরোপা জিতল ভারত। রোববার শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মার দল। বিশেষ করে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে পড়া লঙ্কানরা আর দাঁড়াতেই পারে নি। মাত্র ৫০ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১০ উইকেটে জিতে আবারও এশিয়ার ক্রিকেটের সেরা এখন তারা।

দাপটের সঙ্গে এশিয়া কাপ জিতে ভারত আসন্ন বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই পেসার বলেন, ‘আমর মনে হয়, ভারত বেশ ভালোভাবে (শ্রীলঙ্কাকে) হারিয়ে এবং আত্মবিশ্বাসকে চূড়ায় রেখে বিশ্বকাপে যাবে। বিশ্বকাপের আগে তাদের তিনটি ওয়ানডে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটি জিততে পারলে ভারত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ইউনিট হিসেবে খুবই সুদৃঢ় একটি দল হবে।’

শোয়েব আরও বলেন, ‘আমার মনে হয়, তারা এখন শুধু পাকিস্তানের জন্যই নয়, আরও অনেক দেশের জন্যই দুশ্চিন্তার কারণ হবে। কারণ, ভারত বিশ্বকাপের জন্য বার্তা দিয়ে রেখেছে। তারা যেভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে, যেভাবে তাদের বোলিং ইউনিট পারফর্ম করেছে, তা দুর্দান্ত।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here