এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় পাকিস্তানকে আতিথ্য দেবে আফগানিস্তান

0
67

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান-পাকিস্তান সিরিজ আয়োজন করবে শ্রীলঙ্কা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বরাত দিয়ে এমনটাই জানিয়েছে শীর্ষ গণমাধ্যম ডেইলি মিরর। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সূচি অনুযায়ী আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের জন্য শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ করছেন তারা। ম্যাচগুলো হতে পারে কলম্বোতে।

আফগানিস্তান–পাকিস্তান সিরিজের সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। আগস্টের মাঝামাঝি সময়ে হতে পারে। এদিকে এশিয়া কাপ মাঠে গড়াবে ৩০ আগস্ট। ইতোমধ্যে প্রকাশ হয়েছে আসরের সূচি। এবারের আসর শুরুর আগে লঙ্কা দ্বীপে ভালো প্রস্তুতির অংশ হিসেবে সিরিজ খেলতে চায় আফগানরা।

এদিকে পাকিস্তান দল অবশ্য এই মুহূর্তে শ্রীলঙ্কাতেই আছে। কলম্বো টেস্ট দিয়ে বাবর আজমদের সফর শেষ হওয়ার কথা ২৮ জুলাই। এর আগে প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে তারা। আয়োজক আফগান বোর্ডের বরাত দিয়ে ডেইলি মিরর জানিয়েছে, এসিবির প্রস্তাবে এসএলসি নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা তাদের স্টেডিয়াম ও সংশ্লিষ্ট অবকাঠামো ভাড়া দেবে। এসিবি সূত্র জানায়, ‘শ্রীলঙ্কায় খেলা হলে এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি হবে। এরপর বিশ্বকাপও তো আছে। আরব আমিরাত আর কাতারের কথা ভাবা হলেও সেখানকার প্রচণ্ড গরম এখন ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত নয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here