এশিয়া কাপের দলে জায়গা হচ্ছে না মাহমুদউল্লাহ-আফিফের!

0
80

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে সমস্যার সমাধান হয়েছে। সাকিব আল হাসানকে নতুন ওয়ানডে অধিনায়ক করে আপাতত এই জায়গায় এখন স্বস্তিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসাথে আরও একটি জায়গা নিয়ে সিদ্ধান্ত বিসিবি নিয়ে ফেলেছে।

ওয়ানডে দলে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা নিয়ে সিদ্ধান্তে পৌঁছে গেছে বিসিবি, এমন ইঙ্গিত দিয়েছেন খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন এশিয়া কাপের দলে জায়গা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। একইসাথে জায়গা হচ্ছে না আফিফ হোসেন ধ্রুব’রও। নাজমুল হাসান পাপন সরাসরি কিছু না বললেও, তারা কথায় স্পষ্ট হয়ে গেছে এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা হচ্ছে না এই দুই ক্রিকেটারের।

এই প্রসঙ্গে পাপন বলেন, ‘আমার ধারণা এটা (এশিয়া কাপের দল ও মাহমুদউল্লাহ ইস্যু) মোটামুটি ক্লোজ হয়ে গেছে। অন্তত ৪ টা পেসার নিয়ে যাবে। ৪ টা পেসার নিতে হলে তাসকিন, হাসান মাহমুদ, শরিফুল, এবাদত আর মুস্তাফিজ। এই ৫ জন থেকে ৪ জনকে নিয়ে যাবে। এমনও হতে পারে ৫ জনই যাবে। স্কোয়াড দিতে হবে ১৭ জনের। বিশ্বকাপেতো ৫ জন নিবেই, আমার ধারণা। যে ধরনের উইকেটে খেলা হবে। ধরে নিলাম ৪ জনই নিবে।’

‘স্পিনার সাকিব আছে , মিরাজ আছে, সাথে একজন বাড়তি স্পিনার নিবে। তাইজুল আছে, নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে নাসুমের সম্ভাবনাই বেশি। তাহলে ৫ টা চলে গেলো। সাথে সাকিব, মিরাজ মানে ৭ জন এখানেই হয়ে গেলো। এখন কে কে বাকি আছে? লিটন দাস বাকি আছে, আমার একটা ওপেনার বাকি আছে, তাওহীদ হৃদয় বাকি আছে, শান্ত বাকি আছে। এখানেই কিন্তু ১১ হয়ে যায়। মুশফিক বাকি আছে, এদেরই তো জায়গা…এদের বাদ দিয়েতো করা যাবে না।’

পাপন আরও বলেন, ‘অতিরিক্ত খেলোয়াড় কাকে নিব এটা জিজ্ঞাসা করতে পারেন আমাকে। এখানে অবশ্যই আফিফ আছে, মাহমুদউল্লাহ রিয়াদ আছে, (শামীম) পাটোয়ারী আছে। এরা তো ১৭ জনের বাইরে। আপনারা কেন যে নামগুলো বলেন বুঝি না। কাকে বাদ দিব? অতিরিক্ত হিসেবে মোসাদ্দেকও হতে পারে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here