এশিয়া কাপের দলে সৌম্যকে নিয়ে কোনো আলোচনায়ই হয়নি

0
70

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে রাখা হয়নি সৌম্য সরকারকে। মূলত এশিয়া কাপের দলে সৌম্যকে নিয়ে কোনো ধরনের আলোচনায়ই হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলাদা একটা নজর ছিল সৌম্যের উপর। সবশেষ ইমার্জিং এশিয়া কাপে ডাক পাওয়ায় আলোচনা আরও বেড়ে যায়। এরপর ফিটনেস ও স্কিল ক্যাম্পেও ছিলেন। মূলত সাত নম্বর পজিশনে পেস বোলিং অলরাউন্ডার ভূমিকার জন্য আলোচনায় ছিলেন সৌম্য।

তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা হয়নি এই বাঁহাতি তারকার। শুধুমাত্র দলে জায়গা পাওয়ায়ই নয়, দলে জায়গা পাওয়ার জন্য যে আলোচনা দরকার, সেটি পর্যন্ত করা হয়নি সৌম্যকে নিয়ে। বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইমার্জিং এশিয়া কাপে রাখা হয়েছিল সৌম্যকে ফর্মে ফেরাতে।

এই প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো অভিজ্ঞতা আছে, এজন্যই আমরা তাকে ইমার্জিং এশিয়া কাপে দেখছিলাম। কারণ, ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স যথেষ্ট খারাপ গিয়েছিল। এজন্য সে কামব্যাক করতে পারে কি না। এশিয়া কাপের ব্যাপারে আমরা তাকে নিয়ে কোনো আলোচনায় করিনি।’

এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here