এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত, ফিরলেন রাহুল-আইয়ার

0
72

স্পোর্টস ডেস্কঃ আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। সোমবার ঘোষিত দলে বড় চমক তিলক ভার্মা। আইপিএল মাতিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া এই ব্যাটারকে এশিয়া কাপের দলে রেখেছে বিসিসিআই। চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন লোকেশ রাহুল-শ্রেয়াস আইয়ার।

গত আইপিএলের সময় চোটে পড়েন রাহুল। আর চোটের কারণে আইয়ার খেলতে পারেননি আইপিএল। পিঠের চোটে থাকা দুই তারকার পুনর্বাসন হয় ব্যাঙ্গালোরের জাতীয় একাডেমিতে। বিশ্বকাপ সামনে রেখে ভারতের মিডল অর্ডারে এই দুজন আছেন আলোচনায়। এশিয়া কাপ দিয়ে তাদের অবস্থা যাচাই করবে ভারতের টিম ম্যানেজমেন্ট।

দলে রাখা হয়েছে উইকেটরক্ষক ইশান কিষাণকেও। বাদ পড়েছেন স্যাঞ্জু স্যামসন এছাড়া অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদ্বীপ যাদবের নামও এসেছে।

ইনজুরি থেকে ফিরেই আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হয়েছেন জাসপ্রীত বুমরাহ। তাকেও এশিয়া কাপের জন্য বিবেচনা করছে ভারত। বাকি পেসারদের মধ্যে আছেন শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা।

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারত দল-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি , মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসন (ব্যাক-আপ ক্রিকেটার)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here