স্পোর্টস ডেস্কঃ আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমতউল্লাহ শাহিদীর অধিনায়কত্বেই এশিয়া কাপে খেলবে আফগানরা। দলে আছেন রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবির মতো তারকারা।
ইনজুরির কারণে সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নজিবউল্লাহ জাদরান। তবে তিনি আছেন এশিয়া কাপের দল। এতে করে স্পষ্ট সুস্থ হয়ে উঠছেন এই অলরাউন্ডার। দলে ডাক পেয়েছে সব প্রত্যাশিত নামই।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের। ১৭ সেপ্টেম্বর, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, ৫০ ওভারের টুর্নামেন্ট হবে।
আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের গ্রুপে। দলটির দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামে। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ও ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে রশিদ-নবিরা।
এশিয়া কাপে আফগানিস্তানের ১৭ সদস্যের দল
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, শরাফউদ্দিন আশরাফ, ফজলহক ফারুকী, আব্দুল রহমান ও এস শাফি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post