নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের দল ঘোষণা করেছে। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম প্রথমবারের মতো ডাক পেয়েছেন দলে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেন। দলে ফিরেছেন নাসুম আহমদ ও শেখ মেহদী হাসান।
১৭ জনের দল::
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম, নাসুম আহমেদ ও মেহেদি হাসান।