স্পোর্টস ডেস্কঃ হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের। ১৭ সেপ্টেম্বর, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, ৫০ ওভারের টুর্নামেন্ট হবে।
১৩ ম্যাচের এশিয়া কাপের এবারের আসরের সব মিলিয়ে ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। যার মধ্যে গ্রুপ পর্বের তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ। টুর্নামেন্টের বাকি ৯টি ম্যাচ হবে লঙ্কা দ্বীপে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপে ভাগ হয়ে ৬টি দল অংশ নিবে এবারের এশিয়া কাপে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল, সব মিলিয়ে ৪ দলের সুপার ফোর হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই খেলবে ফাইনালে।
এবারের এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে থাকছে চমক। কন্ঠ দিয়ে এশিয়া কাপ মাতাবেন ভারতের সাবেক দুই তারকা গৌতম গম্ভীর ও ইরফান পাঠান। সব মিলিয়ে ভারত থেকে ৫ জন ধারাভাষ্য দিবেন।
দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন থাকছেন পাকিস্তান থেকে। এর মধ্যে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজাও। বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আথার আলী খান। উপমহাদেশের বাইরে থেকে স্কট স্টাইরিশ ধারাভাষ্য দেবেন এশিয়া কাপে।
এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল
গৌতম গম্ভীর, ইরফান পাঠান, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকার, দীপ দাস গুপ্তা, ওয়াসিম আকরাম, বাজিদ খান, ওয়াকার ইউনিস, রমিজ রাজা, রাসেল আর্নল্ড, আথার আলী খান, স্কট স্টাইরিস
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post