এশিয়া কাপের পাকিস্তানে দলে ডাক পেলেন শাহনেওয়াজ-আমির

0
1026

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে বড় হার দেখেছে পাকিস্তান। সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে লজ্জার হারের পর দুঃসংবাদ শুনতে হয় তাদের। দলের পেসার হারিস রউফ ভারত ম্যাচে বল করতে পারেন নি চোটের কারণে। এছাড়া আরেক পেসার নাসিম শাহও পেয়েছেন চোট। তাই বাধ্য হয়ে এই দুই পেসারের বিকল্প বোলার খুঁজে নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

পিসিবি সূত্রে জানা গেছে, হারিস ও নাসিম পাকিস্তানের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে থাকবে। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টেকনিক্যাল কমিটির কাছে ইতোমধ্যে শাহনেওয়াজ দাহানি ও জামান খানকে দলে নেয়ার জন্য অনুরোধ করেছে। এই দুই পেসারের মধ্যে আগেই ওয়ানডে অভিষেক হয়েছে শাহনেওয়াজের। আর জামান শুধুমাত্র খেলেছেন টি-টোয়েন্টিতে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মেডিকেল প্যানেলের অধীনে হারিস ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে দুই পেসারকে।’

আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। ফাইনালে জায়গা করে নিতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here