এশিয়া কাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল পাকিস্তান

0
66

স্পোর্টস ডেস্কঃ প্রথমবার এশিয়া কাপের মঞ্চে নেপাল। আসরের উদ্বোধনী ম্যাচে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১৫তম দলটির বিপক্ষে শীর্ষে থাকা পাকিস্তান। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দুপুর সাড়ে ৩টায় মাঠে নামবে দু’দল। আসরে নিজেদের প্রথম ম্যাচের একাদশ আগেরদিন ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নেপালের বিপক্ষে ম্যাচে পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের রেখেছে পাকিস্তান। স্পিন আক্রমণে শাদাব খানের সঙ্গে আছেন মোহাম্মদ নওয়াজ। আর পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে খেলবেন ইফতিখার আহমেদ।

পাকিস্তানের ওপেনিং করছেন ফখর জামান ও ইমাম উল হক। তিনে খেলবেন বাবর আজম। তারা তিনজনই দারুণ ছন্দে আছেন। ব্যাটিং অর্ডারে জায়গা পেয়েছেন আগা সালমান। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে দারুণ খেলেছে এশিয়ার সাবেক চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here