স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার স্বাগতিকদের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করবে জুনিয়র টাইগাররা। দুবাইয়ে টস জিতেছে স্বাগতিকরা।
গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল দুই দল। সে দেখায় আরব আমিরাতকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও তারা ফেবারিট। এ ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে হট ফেবারিট ভারতকে হারানোর সুখস্মৃতিও। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।
এবারের আগে একবারই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। ২০১৯ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে যায় টিম টাইগার্স। তবে এবার শিরোপা হাতছাড়া করতে চায় না ইয়াং টাইগার্সরা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আমিরাত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post