এশিয়া কাপের ফাইনালে টস জিতে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা

0
20

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ফাইনাল আজ। কলম্বোয় ইতোমধ্যে শ্রীলঙ্কা-ভারত ফাইনালের টস পর্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টস জিতেছেন লঙ্কানদের অধিনায়ক দাসুন শানাকা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস জিতলে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানান, তিনিও ব্যাট করতেই চাইতেন। এই ম্যাচে শ্রীলঙ্কা পাচ্ছে না তাদের সেরা স্পিনার মাহেশ থিকসেনাকে। তার জায়গায় একাদশে এসেছেন লেগ স্পিনার দুশান হেমন্ত।

এদিকে ভারত একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। সুপার ফোর পর্বে বাংলাদেশ ম্যাচে খেলা তিলক বর্মা-প্রধিশ কৃষ্ণারা নেই ফাইনালে। চোটে ছিটকে গেছেন অলরাউন্ডার অক্ষর পাটেল। তাঁর পরিবর্তে ডাক পাওয়া ওয়াশিংটন সুন্দরকে একাদশে রেখেছে ভারত। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম থাকা নিয়মিত মুখরাও ফিরেছেন।

এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মা-বিরাট কোহলিরা ফেবারিট হলেও লঙ্কানদের  ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। ১৬ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে দ্বীপ দেশটি। বিপরীতে ১০বার ফাইনাল খেলেছে ভারত। ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দু’দল।

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ-

পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান ও মাথিশা পাতিরানা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here