স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের শেষ চারে ওঠার রাস্তা রয়েছে আফগানিস্তানের, তবে সেটি খুবই কঠিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই আফগানদের সামনে। আর সেটিও করতে হবে সমীকরণ মেনে। কঠিন পরীক্ষার ম্যাচে টস হেরেছেন দলটি অধিনায়ক হাশমাতউল্লাহ শহীদি। লাহোরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে আফগানিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে আজ প্রথম ব্যাটিং করলে তাদের কমপক্ষে ৬০-৭০ রানে জিততে হবে। আরও স্পষ্ট করলে, আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করলে শ্রীলঙ্কাকে ২৩০ রানের মধ্যে থামাতে হবে। আর ২০০ করলে থামাতে হবে ১৩৬ রানের মধ্যে।
আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী।
শ্রীলঙ্কা একাদশঃ পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post