এশিয়া কাপের ম্যাচ শুরুর নতুন সময় নির্ধারিত

0
86

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এসেছে। সব ম্যাচ এখন একই সময়ে হবে। সময়ের কোনো তারতম্য হবে না। মূলত টুর্নামেন্টের সম্প্রচারকারী স্টার স্পোর্টসের চাওয়াতেই এই সিদ্ধান্ত হয়েছে।

নতুন সূচি অনুযায়ী এখন সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের সময় বিকাল ৩টা থেকে। আর বাংলাদেশের সময় অনুযায়ী সেটা সাড়ে ৩টা থেকে শুরু হবে। ভারতের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য আধা ঘন্টা।

পূর্বের সূচি অনুযায়ী বেশ কয়েকটি সময় ছিল ম্যাচ শুরুর। কখনো দুপুর দেড়টায় কিংবা দুইটা, আবার বিকেল সাড়ে চারটায়। তবে সেই সূচিতে এবার পরিবর্তন এসেছে। গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল সব একই সময় বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে।

চলতি বছর হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের। ১৭ সেপ্টেম্বর, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, ৫০ ওভারের টুর্নামেন্ট হবে। সব মিলিয়ে ১৩ ম্যাচ হবে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপে ভাগ হয়ে ৬টি দল অংশ নিবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল, সব মিলিয়ে ৪ দলের সুপার ফোর হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই খেলবে ফাইনালে।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নামবে টাইগাররা। লঙ্কা দ্বীপের ক্যান্ডিতে হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ টাইগাররা খেলবে ৩ সেপ্টেম্বর। তবে ম্যাচটি হবে পাকিস্তানের মাটিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এদিকে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি:

৩০ আগস্ট- পাকিস্তান বনাম নেপাল (মুলতান, পাকিস্তান)
৩১ আগস্ট- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি, শ্রীলঙ্কা)
২ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (ক্যান্ডি, শ্রীলঙ্কা)
৩ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (লাহোর, পাকিস্তান)
৪ সেপ্টেম্বর- ভারত বনাম নেপাল (ক্যান্ডি, শ্রীলঙ্কা)
৫ সেপ্টেম্বর- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (লাহোর পাকিস্তান)

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here