স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। লাহোরে পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের বাংলাদেশ স্কোয়াডে যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস। গত রাতে কাতার ঘুরে লাহোর পৌঁছেছেন এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক এক বিবৃতিতে লিটনকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ স্কোয়াডে এখন স্বীকৃত ওপেনার চারজন। আগেই ডাক পেয়েছিলেন নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিম। এরপর লিটনের জ্বরের সূত্রে এসেছেন এনামুল হক বিজয়। এবার লিটনও যোগ দিচ্ছেন এশিয়া কাপ স্কোয়াডে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে বাদ পড়ছেন কে। বিসিবি জানিয়েছে লিটন দাসকে এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত করা হলেও এখনই কাউকে বাদ দেওয়া হচ্ছেনা।
আজ এক বিবৃতিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট সমস্যা আছে। সেজন্য টিম ম্যানেজমেন্ট মনে করছে বাড়তি খেলোয়াড় থাকা দরকার। আমরা বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছি। লিটনের স্বাস্থ্য ঠিক আছে জেনে তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নেই।’
প্রসঙ্গত, লিটন শুরুতে এশিয়া কাপ দলের সাথে যেতে পারেন নি জ্বরের কারণে। অসুস্থতার কারণে বাংলাদেশের জার্সিতে প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলা হয় নি এই উইকেটকিপার ব্যাটারের। এবার সুস্থ হয়ে দলে যোগ দিলেন তিনি। এদিকে সুপার ফোরের প্রথম প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৬ তারিখ মাঠে নামবে সাকিব আল হাসানের দল। এরপর টাইগাররা পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। আসরের ফাইনালও হবে দ্বীপ দেশটিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post